আগে থেকেই পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছেন। সেই তালিকায় এবার যোগ হলো মার্কিনিয়োসের নাম। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে পাবে না ইউরোপ চ্যাম্পিয়নরা। গত সোমবার লিগ আঁয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন মার্কিনিয়োস। আগামী শনিবার লিগের পরের ম্যাচে অঁজির বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে দল। এর আগের দিন মার্কিনিয়োসের বাঁ ঊরুর চোটের খবরটি জানায় প্যারিসের ক্লাবটি। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, আগামী কয়েক সপ্তাহ চিকিৎসা চলবে ৩১ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের। রোমা থেকে ২০১৩ সালে পিএসজিতে যোগ দিয়ে, ক্লাবটির হয়ে লিগ আঁয় ৩০০টির বেশি ম্যাচ খেলেছেন মার্কিনিয়োস। দলটির প্রায় সব শিরোপা জিতেছেন একাধিকবার। একমাত্র যে অপূর্ণতা ছিল, সেই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতেও গত মৌসুমে চুমু এঁকেছেন তিনি ও তার সতীর্থরা। ইউরোপ সেরার মুকুট...