নীলফামারীর ডিমলা উপজেলায় প্রবাহিত ছোট ৪ টি নদী দ্রুত খননের দাবি জানিয়েছেন এলাকাবসসী। নাউতার, বুড়িতিস্তা, কুমলাই ও ধুম নদী এক সময়ের খরস্রোতা ছোট নদী। প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে ক্রমান্বয়ে দিনের পর দিন নিশ্চিহ্ন হতে বসেছে। গত ৩ বছর পূর্বে আগের অবস্থায় ফেরাতে নাউতারা ও ধুম নদী খনন করা হয়েছিল কিন্তু সেটা কোন কাজেই আসেনি। পুনঃখননের পরেও নদী দুটির পানি শুকিয়ে জেগে উঠে বালু চরে পরিনত হয়েছে। নদী দুটোর বুকে এখন ধান ও নানা জাতের ফসল চাষাবাদ করা হয়ে থাকে। এখন এ দুটোর বুক জুড়ে ধান ও বিভিন্ন রকমের ক্ষেতের সবুজ সমারহ। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে পূর্বের কানায় কানায় জ্বলে ভরা টই টুম্বুর নদী এখন শুকিয়ে বালু চর ও আবাদী জমিতে পরিনত হয়েছে। অপরদিকে নদীতে পানি না...