নড়াইলে সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওলামা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা বদিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সহ-সভাপতি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামানসহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রতিটি মুসলমানকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন আদর্শ পরিপূর্ণ ভাবে মানতে হবে। ইহকাল ও পরকালে মুক্তির জন্য হযরত মুহাম্মদ (সা.) এর নীতি আদর্শ না মানলে কোনো...