২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম তিন দশকেরও বেশি সময় ধরে ছিলেন যুক্তরাষ্ট্রে। এবার পঞ্জাবের ৭৩ বছর বয়সী সেই বৃদ্ধাকেই সেখান থেকে বহিষ্কার করা হল। হরজিত কৌরের আইনজীবী দীপক আহলুওয়ালিয়া জানিয়েছেন, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি চার্টার্ড ফ্লাইটে ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হরজিত কৌর। দীপক আহলুওয়ালিয়া জানান, রোববার রাতে হঠাৎ করেই হরজিত কৌরকে বেকার্সফিল্ড থেকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যাওয়া হয়, বিমানে করে জর্জিয়ায় নিয়ে যাওয়া হয় এবং তার পর নয়াদিল্লিতে স্থানান্তরিত করা হয়। তিনি অভিযোগ করেন যে ফেরার পথে বৃদ্ধার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছিল, যার মধ্যে ছিল শিকলে বেঁধে রাখা, খালি কংক্রিট সেলে ফেলে রাখা এবং মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা। বলেন, ‘তাকে পরিবারকে বিদায়...