২০২২ সাল। ৪ জুন শনিবার রাতটা ছিল এক ভয়াবহ আর করুণ নিয়তির। সেদিন দায়িত্ব পালন করতে গিয়ে অজানা এক বিপদেই পড়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ২০২২ সাল। ৪ জুন শনিবার রাতটা ছিল এক ভয়াবহ আর করুণ নিয়তির। সেদিন দায়িত্ব পালন করতে গিয়ে অজানা এক বিপদেই পড়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর দায়িত্বটা পালন করতে গিয়ে নিজের জীবন সমূহ শংকার মধ্যে পড়লেও লড়ে যান শেষ পর্যন্ত। সেদিনকার একটি ঘটনায় ফায়ার সার্ভিসের ১৩ জন কর্মী অকালে প্রাণ হারান। সংস্থাটির পথচলার শুরু থেকে একদিনে একসাথে এতোকর্মী হারানোর বেদনাবিধুর ঘটনা এটাই প্রথম। যদিও সংস্থাটির কর্মীরা নানা ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন প্রতিবছরই কমবেশি। ১৯৬৬ সালের পর থেকে এ যাবত ৬০ বছরে ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের ৫০ জন কর্মীর মৃত্যু হয়েছে। সংস্থাটির হিসেবে, গত ১০...