আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে চাঁদপুরের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জা, আলো-ঝলমলে পরিবেশ তৈরির কর্মযজ্ঞ, আর পূজারির কণ্ঠে বেজে উঠছে ভক্তিমূলক সুর। প্রতিমা শিল্পীদের দক্ষ হাতে প্রতিমায় ফুটে উঠেছে সৃজনশৈলী ও ঐতিহ্যের মেলবন্ধন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। সবার অংশগ্রহণ ও মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। এদিকে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও আয়োজক কমিটির পক্ষ থেকে থাকবে স্বেচ্ছাসেবকরা। অভিজিৎ নামের এক সনাতন ধর্মাবলম্বী বলেন, অন্যসব উৎসব থেকে দুর্গোৎসব অন্যতম। এই উৎসবকে ঘিরে আমাদের ব্যাপক আয়োজন থাকে। আমাদের প্রতিমা ও সাজ-সজ্জার কাজ প্রায় শেষ। এখন শুধু উৎসবের...