তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের আয়োজন করেছিল চীন। এ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি ফুটবল দল। ২৭ সেপ্টেম্বর শনিবার ফাইনাল খেলতে নামবে দলটি। তাদের প্রতিপক্ষ উহান অনূর্ধ্ব-১৭ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি দল সেমিফাইনালে ৪-০ গোলে হেনান প্রভিন্স এক্সপেরিমেন্টাল হাইস্কুল ফুটবল দলকে হারিয়েছে। গোল চারটি করেছেন- রায়হানুল ইসলাম রবিন, তাহসান খাঁ, স্বপন হোসেন এবং মোহাম্মদ হেদায়েতুল্লাহ। সেমিফাইনালে চীনের দলটির উপর আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশের দলটি। হেনান প্রভিন্স এক্সপেরিমেন্টাল হাইস্কুল দলের বিপক্ষে ১৩ মিনিটে প্রথম গোল করেন রায়হানুল ইসলাম রবিন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তাহসান খাঁ। পরে আরও এক গোল করেন স্বপন হোসেন। প্রথমার্ধে ৩-০ গোলের পার্থক্য রেখে বিরতিতে যায়...