২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি সদরপুর শাখা। জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে গণজমায়েতের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। জামায়াতের উপজেলা আমির মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিছিলটি সদরপুর থানার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম চত্বর হয়ে ব্যাপারী বাড়ির মোড়ে শেষ হয়। মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা...