২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, গম্ভীরা ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ আমেনা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সরকারি গবেষণ প্রশান্ত কুমার এবং পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সাব-ইন্সপেক্টর শিহান রহমান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক পর্বে সাংবাদিক মো. কায়েস উদ্দিন-এর রচনা ও নির্দেশনায় গম্ভীরা পরিবেশিত হয়। গম্ভীরায় নানা চরিত্রে মো. কায়েস উদ্দিন এবং নাতি চরিত্রে শফিকুল ইসলাম অভিনয় করেন। গম্ভীরা'র সংগীত পরিচালনা ও পরিবেশন করেন সংগীত শিক্ষক প্রদীপ কুমার হাজরা...