জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গোলাম পরওয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো ফল হয়নি। সুতরাং তাকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীতে ইসলামের এবং কোরআনের দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এমপি থাকা অবস্থায় মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া-ফুলতলায় ৫শ কোটি টাকার কাজ করেছেন। বিনিময়ে তাকে কোনো উপঢৌকন দিতে হয়নি। এজন্য আগামীতে তাকে আবারও এমপি হিসেবে দেখতে চাই।খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন বলেন, আজকের এই ছাত্র-যুব সমাবেশ থেকে শপথ নিতে হবে যে, মিয়া গোলাম পরওয়ারকে বিজয়ী না করে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ।ডুমুরিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন- জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহসভাপতি ডা. হরিদাস মণ্ডল ও সাধারণ সম্পাদক...