শুক্রবার সকাল ৮ টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলার বাঘেরকোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)। এ ঘটনায় পিক আপ চালক পারভেজ আহমদ (৩০)কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তিনি দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদশী জামিল মিয়াসহ এলাকাবাসী জানান, সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে সিএনজিতে করে হবিগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় অনামিকা ও তার মেয়ে প্রতমা। যাওয়ার পথে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত...