এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ভারতের কাছে ৪১ রানের পরাজয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ভারতের কাছে ৪১ রানের পরাজয়ে তাদের অপেক্ষাটা আরও বাড়ল। ভারতের বিপক্ষে হারলেও ম্যাচে ব্যক্তিগত কিছু প্রাপ্তি রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ব্যাট হাতে ছক্কার রেকর্ড গড়েন সাইফ হাসান। এর আগে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গেও খুব একটা খারাপ করেননি। পাওয়ার প্লেতে খরুচে হলেও, পরে ভারতীয় ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিয়েছেন ১ উইকেট। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেট পেলেন ফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।লঙ্কানদের বিপক্ষে...