শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৩৬:১৯ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।কর্মসূচিতে শৈলকুপা প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, খবরের কাগজের আলমগীর অরণ্য, ডেইলি ইন্ডাস্ট্রির শিহাব মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার সভাপতি স্বপন মাহমুদসহ আরও অনেকে। সমাবেশটি পরিচালনা করেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শেখ ইমন।বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা দেয়া এবং...