বহুল আলোচিত বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’র আসল ব্যক্তিত্ব সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে ভারত সরকার। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে চলমান আন্দোলনে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, তার অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর বিদেশি অনুদান গ্রহণের নিবন্ধন বাতিল করার একদিন পরই এই গ্রেপ্তারি কার্যকর হয়। এফআরসিএ-২০১০ আইন অনুযায়ী এই নিবন্ধন বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সোনম ওয়াংচুক ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার জয়ী। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতিতে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে সেখানে চলছে তীব্র আন্দোলন। গত দুই দিনে এই আন্দোলনে চারজন নিহত এবং নিরাপত্তাবাহিনীসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছে। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উসকানি দেয়ার সকল অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। বৃহস্পতিবার...