দুবাইয়ের গ্যালারিতে গতকাল ছিল নিরাশার দীর্ঘশ্বাস। পাকিস্তানের বিপক্ষে জয় মানেই ফাইনাল—এমন সমীকরণে নেমেও ১৩৬ রানের সামান্য টার্গেট টপকাতে পারল না বাংলাদেশ। ব্যাটারদের হড়কানো উইকেটে শেষ পর্যন্ত ১২৪ রানে থেমে যায় ইনিংস, ১১ রানের হারে এশিয়া কাপ থেকে ছিটকে যায় লিটন দাসের দল।তবে টুর্নামেন্ট শেষে এবার আর দেশে ফেরা হচ্ছে না টাইগারদের। আগে থেকেই ঠিক করা ছিল—এশিয়া কাপের ব্যস্ততা শেষ হতেই সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। তাই হতাশার রাতের পরও ক্রিকেটারদের ব্যাগ গুছিয়ে দেশে ফেরার তাড়া নেই।২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।আফগানিস্তান এবারের এশিয়া কাপ থেকে গ্রুপপর্বেই...