গত শুক্রবার (সৌদি আরবে ১৯ সেপ্টেম্বর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) মসজিদুল হারামে জুমার নামাজ পড়ান শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী। তার জন্ম ১৯৭৬ সালের ১৩ই জানুয়ারি সৌদি আরবের মদিনায়। তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন। ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। মানুষের জন্য এই ক্ষণস্থায়ী জীবন ও জগত ছেড়ে আখেরাত বা পরজীবনে পাড়ি জমানো এক অনিবার্য ব্যাপার। রাহমানুর রাহিম আল্লাহ তাআলা দয়া করে তাঁর বান্দাদের কাছে আখেরাতের ব্যাপারে বার্তা পাঠিয়েছেন—যেন তারা আখেরাত সম্পর্কে জানতে পারে, তা কেমন হবে বুঝতে পারে এবং প্রস্তুতি গ্রহণ করতে পারে। কোরআনে এত সুস্পষ্ট ও বিস্তারিতভাবে আখেরাতের বিবরণ দেওয়া হয়েছে যেন তা চোখের সামনে...