খুলনা সিটি করপোরেশনসহ বিভাগের ১০ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৮৪ হাজার ৫৭৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবির বালু মিলনায়তনে টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের টাইফয়েড টিকাদানবিষয়ক কনসালটেশন ওয়ার্কশপে এ তথ্য জানানো হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। ওয়ার্কশপে জানানো হয়, খুলনা বিভাগে এ পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ১০ হাজার ৬৯ জনের নিবন্ধন করা হয়েছে। এ ছাড়া খুলনা জেলার নয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪ লাখ ৩১ হাজার ১০০ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনা...