হাতুড়িপেটায় আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুরের সদর উপজেলায় স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্র উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। পিরোজপুর সদর থানা পুলিশ মামলার আসামি পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে।আরো পড়ুন:কুষ্টিয়ায় শিশুকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৩খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: ২ মামলা দায়ের, আসামি ৫০০ কুষ্টিয়ায় শিশুকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৩ খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: ২ মামলা দায়ের, আসামি ৫০০ মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল...