নিজস্ব প্রতিবেদক : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে আন্দোলনের অন্যতম নেতা ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের একদিন আগেই তিনি বলেছিলেন, "এই দাবির জন্য আমাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হলে আমি আনন্দিত হবো।" ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওয়াংচুকের নেতৃত্বে চলমান আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে, বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECMOL)–এর বিদেশি অর্থ গ্রহণের নিবন্ধন বাতিল করে। এ সিদ্ধান্ত ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট, ২০১০ (FCRA)-এর আওতায় নেওয়া হয়। তবে ওয়াংচুক দাবি করেছেন, তাদের সংস্থা কখনোই অনুদান নেয়নি। বরং জাতিসংঘ, সুইস ও ইতালির কয়েকটি সংস্থার সঙ্গে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে আয় করেছে এবং নিয়মমাফিক কর পরিশোধ করেছে। তিনি বলেন, “ওরা এটিকে...