শুরু থেকে সাদামাটা ফুটবল খেললেন সুলেমানে দিয়াবাতে-শেখ মোরসালিন-আল আমিনরা। পরেও বিবর্ণতা কাটিয়ে উঠতে পারল না আবাহনীর আক্রমণভাগ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্র করে নতুন মৌসুমের লিগ শুরু করল আকাশি-নীল জার্সিধারীরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার গোলশুন্য ড্র করেছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশের ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। ম্যাচের তৃতীয় মিনিটেই সতীর্থের পাসে সলোমন কিং কনফার্মের প্লেসিং শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। দশম মিনিটে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন ক্লেমেন্ট আদু, কিন্তু বলের গতির সঙ্গে আর পেরে ওঠেনি তিনি। এগিয়ে এসে ক্লিয়ার করেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। দিয়াবাতে, মোরসালিন ও আল আমিনকে নিয়ে গড়া আবাহনীর আক্রমণভাগ এই অর্ধে প্রতিপক্ষ গোলকিপারকে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি। ৩৮তম...