পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ফাহাদ মুস্তাফা। ব্যক্তিগত জীবনে সানা ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সংসারে তাদের ফাতিমা ও মুসা নামে দুটো সন্তান রয়েছে। এদিকে, গুঞ্জন উড়ছে—গোপনে টেলিভিশন প্রযোজক হিনা আমানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন ফাহাদ মুস্তাফা। বেশ কিছু দিন ধরে ফাহাদ-হিনার গোপন বিয়ে নিয়ে জোর চর্চা চলছে পাকিস্তানি শোবিজ অঙ্গনে। তবে এখন পর্যন্ত ফাহাদ মুস্তাফা বা হিনা আমান কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এমনকি, তাদের পরিবারের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে।আরো পড়ুন:ঢাবিতে দুই জায়ান্ট স্ক্রিনের সামনে হাজারো দর্শকডাকের ‘বন্যায়’ সাইমের রেকর্ড তবে এ প্রসঙ্গে মুখ খুলেছেন টিভি সঞ্চালক, অভিনেত্রী ও ফাহাদের ঘনিষ্ঠজন ফিজা আলী। যদিও তিনি সরাসরি এই গুঞ্জন নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তার ভাষায়—“এটা কারো ব্যক্তিগত বিষয়।” ফিজা...