পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিতে সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, তার জন্য দক্ষিণ এশিয়ায় একটি ‘বড় বিপর্যয়’ এড়ানো গেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডনেট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদ জানায়, এ বৈঠক ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ। এ সময় গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের বিষয়টিও আলোচনা করা হয়। এ ছাড়া বৈঠকে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। হোয়াইট হাউসে রুদ্ধদ্বার এই বৈঠককে ওয়াশিংটন ও পাকিস্তানের মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ লক্ষণ হিসেবে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধের অবসানের কৌশল...