জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি যৌথ ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই এমন এক ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি, যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে।শেখ হাসিনাকে নিয়ে মোদিকে কটাক্ষ করলেন ওয়াইসিতিনি স্পষ্ট করে জানান,ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে না।তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগে এ বিষয়ে কাজ হচ্ছে বলেও জানান তিনি।নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানান, এখন পর্যন্ত ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে...