এশিয়া কাপ শেষে বাংলাদেশের ক্রিকেটের এখন একমাত্র আলোচ্য বিষয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। ইতোমধ্যে দেশের ক্রিকেট পাড়ার টক অব দ্যা টেবিলে পরিণত হয়েছে নির্বাচন। গতকাল ছিল কাউন্সিলরশিপের ওপর আপত্তি নিয়ে শুনানির দিন। আপত্তি উঠেছিল তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে। ফলে শঙ্কা তৈরি হয়েছিল তামিম নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেটি নিয়েও। তবে সব শঙ্কা কাটিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলরশিপের (ভোটার) চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন। সেখানে দেখা যায় তামিমের নাম। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকেই কাউন্সিলর হয়েছেন তামিম। এর আগে তামিমের বিপক্ষে আপত্তি ছিল ‘তিনি সংগঠক নন, এখনো ক্রিকেটার’ এটা নিয়ে। জাতীয় দল থেকে অবসর নিলেও এখনো ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলেননি তিনি। চলতি বছরের মার্চে ডিপিএলের ম্যাচ খেলাকালীন হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর আর...