খুলনা:টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। ওয়ার্কশপে প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। এবিষয়ে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। টাইফয়েড টিকাদান বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণে গণযোগাযোগ অধিদপ্তরসহ সকল দপ্তরকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোন কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহবান জানান মহাপরিচালক। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও...