‘রঘু ডাকাত’ সিনেমার সাফল্য কামনায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি কালিমন্দিরে পূজা দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব, সঙ্গে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। ‘ধূমকেতু’ সিনেমার সময়ও অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে নৈহাটির এই কালীবাড়িতে পূজা দিতে এসেছিলেন তারা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নৈহাটি কালি মন্দিরের সামনে দেবকে দেখতে উপছে পড়ছে তার অসংখ্য ভক্ত। পূজার শেষে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান দেব। পূজা দিয়ে আপ্লুত হয়ে দেব বলেন, ‘আমি “রঘু ডাকাত” নিয়ে আশাবাদী। “ধূমকেতু”র সময়ও শুভশ্রীকে নিয়ে নৈহাটি বড় মা’র কাছে পূজা দিতে এসেছিলাম। বড় মা’র আমার উপর আশীর্বাদ রয়েছে। তাই বারবার এখানে আসি। বাঙালিয়ানায় আর বাংলা ছবিকে ভারতের বিভিন্ন স্থানে তুলে ধরতে তার সাফল্য কামনায় কালিবাড়িতে পূজা দিতে আসা।’ দেব আরও বলেন, ‘যেভাবে চারদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি...