ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ওই ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির এক নম্বর সদস্য। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি ছয়টি ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেছে। এসব কমিটি অনুমোদন দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, মনির আহম্মদকে ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির ১ নম্বর সদস্য হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর...