মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় কৃষকেরা জানান, এলাকায় অনেকদিন এ ধরনের চুরি হয়নি। ট্রান্সফর্মার চুরি হয়ে যাওয়ায় এলাকার প্রায় কয়েকশ একর জমির ফসল সেচ সংকটে পড়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তারা আরও জানান, বিভিন্ন মাঠে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও এর সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। কৃষকরা ট্রান্সফর্মার রক্ষা করতে স্থানীয়ভাবে লোহার রড ও শিকল দিয়ে আটকে রাখলেও...