কেন্দ্রীয় ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিসির মোড়ে জেলা জামায়তের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার সভাপতিত্বে সমাবেশ এবং মিছিল সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়েতসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়তের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা সেক্রেটারি অধ্যাপক মনোয়ারুল ইসলাম, এলাকা কর্ম পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু হানিফা শাহ, শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. মাজেদুল ইসলাম, সদর উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোকাররম হোসেন সাঈদী, শহর শাখার...