গত বছরের চেয়ে সংখ্যা বেড়ে এবার টাঙ্গাইলের মির্জাপুরে ২৫৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গেল বছর এই সংখ্যা ছিল ২০৮। এবার ৫০টির মতো বেড়েছে বলে জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীর নেতারা। সংশ্লিষ্টরা জানায়,উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মহেড়া ইউনিয়নে ১৫টি, জামুর্কী ইউনিয়নে ৩৩, ফতেপুর ইউনিয়নে ১৭, বানাইল ইউনিয়নে ১৬, আনাইতারা ইউনিয়নে ১১, ওয়ার্শী ইউনিয়নে ১৫, ভাতগ্রাম ইউনিয়নে ৩২, বহুরিয়া ইউনিয়নে ১৩, গোড়াই ইউনিয়নে ১৯, আজগানা ও ভাওড়া ইউনিয়নে ৪টি করে, তরফপুর ইউনিয়নে ৯, বাঁশতৈল ইউনিয়নে ২, লতিফপুর ইউনিয়নে ১৭ ও পৌরসভা এলাকার ৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সর্বোচ্চ সংখ্যক পূজা মÐপে পূজা উদযাপিত হলেও এনিয়ে পুলিশ ও প্রশাসনকে ইতোপূর্বে কখনো অতিমাত্রায় চাপ অনুভব করতে হয়নি। এবারো তার ব্যতিক্রম নয়। মির্জাপুর উপজেলা পূজা উদযাপন...