গত ১৪ সেপ্টেম্বরে প্রায় ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, তাই তার নিরাপত্তা নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। পরিপ্রেক্ষিতে “স্বইচ্ছায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন লুৎফুর রহমান বাবর, বাবর ভারতের যমদূত” শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। এ প্রতিবেদনটি প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ১ লাখ ৬১ হাজার বার দেখা হয়েছে এবং ২১৬ বার শেয়ার করা হয়েছে। পাশাপাশি, ভিডিওটিতে প্রায় ৩ হাজার সংখ্যক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ...