সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আদালতে হাজার কোটি টাকা পাচারের তথ্য দিয়েছেন তার প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলম। গ্রেফতার জাহাঙ্গীর গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-২ মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালতে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি জাবেদ এবং তার সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও সৈয়দ কামরুজ্জামান চক্রের বিদেশে হাজার কোটি টাকা পাচারের তথ্য দেন। এদিকে বৃহস্পতিবার অপর একটি আদালত আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকা উৎপল ও আজিজকে আরও তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর ও গত জুলাইয়ে জাবেদের বিরুদ্ধে হওয়া তিনটি মামলায় তাদের গ্রেফতার দেখাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের আইনজীবী মোকাররম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, গত ২৪...