অল-ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদীজি, বিহারে এবং সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেবো।” ভারতের বিহারে নির্বাচন ঘনিয়ে এসেছে। এর মধ্যেই বিজেপি আবার ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। সেই অপচেষ্টার জবাব দিয়েছেন অল-ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলোর দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ‘অনুপ্রবেশকারীদের’ প্রশ্রয় দিচ্ছে। এর জবাবে ওয়াইসি বৃহস্পতিবার জানান, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষত সীমাঞ্চল এলাকায়, যেখানে আগের নির্বাচনে তার দল বড় সাফল্য পেয়েছিল। ওয়াইসি বলেন,...