ইসরাইল পশ্চিম তীর দখল (অ্যানেক্স) করতে পারবে না—সরাসরি এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা ঘটবে না।’ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছেটাইমস অব ইসরাইল। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে স্পষ্ট হলো ওয়াশিংটনের অবস্থান। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এই নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। অনেক হয়েছে। এখনই সময় এটা থামানোর,’ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আরও পড়ুনআরও পড়ুনগাজায় লাউডস্পিকারে সম্প্রচার হবে নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণ ট্রাম্পের এই ঘোষণা আসেএমন সময়, যখন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেওয়ার...