সুনামগঞ্জের ছাতক উপজেলার বিতর্কিত ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি সফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার রাতে (তদন্ত) ওসি রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে ছাতক উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আওলাদ হোসেন ভাতগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। জানা গেছে, ২১ সেপ্টেম্বর ভাতগাঁও ইউনিয়ন পরিষদের আটজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে জেলা প্রশাসক ও উপজেলা ইউএনও বরাবর অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, তিনি টিআর, কাবিখা, এডিপি, কাবিটার চাল-টাকা আত্মসাৎ, ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ লুটপাটসহ নানা অনিয়ম করেছেন। স্থানীয় সূত্র জানায়, একসময় বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে ‘মাস্টার’ নামে পরিচিত আওলাদ হোসেন সাবেক এমপি মুহিবুর রহমান...