ঢাকা: গত ১৭ সেপ্টেম্বর আল আরাফাহ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এক নারীর মূত্রথলি ও নাড়ি কেটে ফেলার ভয়াবহ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী স্বপ্না খাতুন (২৫) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় যশোরের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।ঝিনাইদাহ জেলার মহেশপুরের ঘুঘরি বাজারে আল আরাফাহ নার্সিং হোম অবস্থিত। এছাড়াও চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার এক রোগীকে স্বজনদের না জানিয়ে অন্যত্র স্থানান্তর করার অভিযোগ উঠেছে। বর্তমানে রোগী সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।দেশজুড়ে এ ধরনের ভয়াবহ ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যকর তদারকির অভাব। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন ও লাইসেন্স দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের হলেও, লাইসেন্স প্রদান-পরবর্তী সময়ে যথাযথ মনিটরিং হয় না। একইভাবে নিবন্ধিত এমবিবিএস ডাক্তারদের সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল...