নাটোরের গুরুদাসপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে গুরুদাসপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩৩টি পূজামণ্ডপে সাজসজ্জা ও প্রতিমা স্থাপনের কাজ চলছে। গুরুদাসপুর পৌরসভার ১৪টি মণ্ডপে প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। বিশেষ করে চাচঁকৈড় শান্তি ভারতী সংঘে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাজসজ্জার মধ্য দিয়ে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া নাজিরপুর ইউনিয়নে ৭টি, বিয়াঘাটে ২টি, মশিন্দায় ৫টি, ধারাবারিষায় ২টি এবং চাপিলা ইউনিয়নে ৩টি পূজামণ্ডপে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শনিবার রাত কিংবা রবিবার সকালেই প্রতিমা স্থাপন করা হবে। প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তে রঙের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে কেনাকাটা, নাড়ু-মুয়া তৈরিসহ...