বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচিতে ঢাকা থেকে আগত প্রায় ২৫ জন চিকিৎসক অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনী ও চর্ম রোগসহ অন্যান্য চিকিৎসা সেবা দিয়ে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করেন। এ সময় প্রায় ২ হাজার মানুষ সেবা নেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকার প্রত্যন্ত স্থানে এই ধরনের সেবা পেয়ে স্থানীয়রা খুশি হয়। আব্দুল...