বিহারে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ তত বাড়ছে। একে অন্যের প্রতি ততই আক্রমণাত্মক মন্তব্য করছে দলগুলো। এর মধ্যে বিহারে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে সরব ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপি বিষয়টি উত্থাপন করেছে। এর কড়া জবাব দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। নরেন্দ্র মোদি সম্প্রতি পুরনিয়ায় এক নির্বাচনী সমাবেশে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) ‘অনুপ্রবেশকারীদের’ মদদ দেওয়ার অভিযোগ তোলেন। এর জবাবে ওয়াইসি গতকাল বলেন, বিহারে, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, কোনো বাংলাদেশি নেই। ওই অঞ্চলে গত নির্বাচনে তার দল ভালো ফল করেছিল। ওয়াইসি বলেন, ‘মোদিজি বলেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনারা তো দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোনকে বসিয়ে রেখেছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব।’...