আইওএস ২৬ চালু হওয়ার পর এখন এয়ারপডসে ব্যবহার করা যাবে বহুল প্রতীক্ষিত ‘লাইভ ট্রান্সলেশন’ ফিচার। এই ফিচারটি ব্যবহার করতে চাইলে নতুন এয়ারপডস প্রো ৩ কিনতে হবে এমন নয়, কোম্পানির পুরনো কিছু মডেলেও এটি পাওয়া যাবে। তবে এর জন্য কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যারের শর্ত পূরণ করতে হবে। লাইভ ট্রান্সলেশন শুধু সেই এয়ারপডস মডেলগুলোয় কাজ করবে যেগুলোতে এইচ২ চিপ রয়েছে। এর মধ্যে আছে এয়ারপডস ৪, এয়ারপডস প্রো ২ এবং এয়ারপডস প্রো ৩। এ ছাড়া দরকার হবে এমন একটি আইফোন, যেখানে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। যেমন-আইফোন ১৫ প্রো, প্রো ম্যাক্স বা আইফোন ১৬ ও আইফোন ১৭ সিরিজের যেকোনো মডেল। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ফিচার চালু করতে হলে আইফোনের ‘সেটিংস’ অ্যাপে ‘অ্যাপল ইন্টিলিজেন্স’ অন করতে হবে। পাশাপাশি ‘অ্যাপল ট্রান্সলেট’ অ্যাপ ইনস্টলড থাকতে হবে...