লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগমকে গলাকেটে হত্যা করা হয়। হত্যা সংবাদ শুনে স্থানীয়রা সেখানে ভিড় করেন। লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত রাশেদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইমন হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি ওই নারীকে কীভাবে হত্যা করেছেন, সেই বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক। রাশেদা বেগম ও ইমন হোসেন সম্পর্কে চাচি-ভাতিজা।আরো পড়ুন:মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দিসাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা মহেশখালীর মনির হত্যার রহস্য...