শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।এদিকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। টহল, গোয়েন্দা নজরদারি এবং ফোর্স রিজার্ভ রেখেছেন তারা। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন।পরিদর্শন শেষে বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করেন র্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি বলেন, দুর্গোৎসবকে...