নিজস্ব প্রতিবেদক : নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, দেশটির শাসনব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই। সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ তরুণদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো আসন্ন জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা। শাসনব্যবস্থায় পরিবর্তন বা সংস্কার এই সরকারের এখতিয়ার বহির্ভূত।” তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত নেপালি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। সুশীলা কার্কি সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আপনারাই ঠিক করবেন দেশের...