এই বছর আরও একটি শিরোপা পেলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। ভারী বৃষ্টির কারণে এক রাউন্ড আগেই তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স গলফ টুর্নামেন্টের শিরোপা উঠেছে তার হাতে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে থাকা জামালকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত এই আসরে এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা। হায়দ্রাবাদের গোলকোন্ডা গলফ কোর্সে এই টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন জামাল। প্রথম রাউন্ড থেকেই লিডারবোর্ডের শীর্ষে থাকা এই অভিজ্ঞ গলফার শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখেন। প্রতিকূল আবহাওয়ার কারণে টুর্নামেন্টের চতুর্থ...