২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর নমিনি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। তিনি আরও বলেন, কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। তিনি এ সময় বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? অন্তর্বর্তী...