ভোটের মাঠ গোছাতে তৎপর হয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন কৌশল হাতে নিয়েছে দলটি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জেন-জি’কে গুরুত্ব দেবে দলটি। ভোটের মাঠে চমক দেখাতে তরুণদের সামনে আনার কথা ভাবছে ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা জনপ্রিয় এই দল। এবার দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। তাদের ভোট টানতে ইতোমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এরই অংশ হিসাবে প্রার্থী মনোনয়নে অপেক্ষাকৃত তারুণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা এগিয়ে আছেন। এরই মধ্যে নিজ নিজ নির্বাচনি এলাকায় শতাধিক তরুণ নেতা গণসংযোগ শুরু করেছেন। পাশাপাশি দলীয় মনোনয়ন লাভে তারা কেন্দ্রেও দৌড়ঝাঁপ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও...