সব বিদায়ই সহজ নয়। বিশেষ করে যখন সেই বিদায় আসে এমন এক শিল্পীর কাছ থেকে, যিনি ফুটবলকে শুধু খেলা নয়, কাব্যের মতো করে বাঁচিয়ে গেছেন। সার্জিও বুসকেটস- যার নাম উচ্চারণ মানেই নিখুঁত ভারসাম্য, খেলার অদৃশ্য ছন্দ আর এক গভীর নিঃশব্দ জাদু। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তিনি ঘোষণা দিলেন, চলতি এমএলএস মৌসুম শেষে তাকে আর দেখা যাবে না ফুটবল মাঠে। ৩৭ বছর বয়সে এসে তিনি জানালেন, প্রায় দুই দশক দীর্ঘ এই যাত্রার ইতি টানার সময় হয়েছে। ২০০৮ সালে বার্সেলোনার জার্সিতে যে তরুণ প্রথমবার মাঠে নামেন, কেউ তখনো কল্পনাও করতে পারেনি, মাঝমাঠের ছায়া হয়ে তিনি পুরো এক প্রজন্মকে আলো দেখাবেন। ৭২২ ম্যাচ, অসংখ্য লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ; সবই যেন নীরবে গায়ে মেখে নিলেন...