এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকার চালক ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।জোনায়েদ সাকী বলেছেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে এখন বিচার, সংস্কার ও নির্বাচন অপরিহার্য। এ তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরাই আবারও সুবিধা নেবে।তিনি বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সারা দেশে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরে সবার ওপরই নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে ফখরুলের ছবি নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়াএদিকে ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত ছবিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির...