ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলবে বিকালে। আর সকালে বরাদ্দ থাকবে রাজধানীর সরকারি সাত কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশে প্রকাশিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা কার্যক্রম বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালনার কথা বলা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫ এর খসড়া মতামতের জন্য প্রকাশ করে। প্রকাশিত খসড়াটিতে মতামত দেওয়ার জন্য পরবর্তী সাত দিন সময় দেওয়া হয়েছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতটি কলেজের ক্যম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বেলা ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে। তাদের জন্য সময় রেখে বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। দুপুর ১টা থেকে...