লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটস দীর্ঘকাল বার্সেলোনার জার্সিতে একসঙ্গে খেলেছেন। এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতেও তারা সতীর্থ। মেসি এখনো ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, আগামী বছর বিশ্বকাপেও দেখা যেতে পারে তাকে। কিন্তু বুসকেটস ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে রাজি নন। এক ভিডিও বার্তায় সাবেক এই বার্সা মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন, এমএলএসের চলতি মৌসুম শেষ হওয়ার পরই বুট জোড়া তুলে রাখবেন তিনি। সতীর্থ এবং ফুটবলকে ধন্যবাদ জানিয়ে স্প্যানিশ বিশ্বকাপজয়ী এই ফুটবলার বিদায়ের ঘোষণা দেন। ভিডিও বার্তায় বুসকেটস বলেন, ‘এগুলোই মাঠে আমার শেষ কয়েক মাস। আমি খুব খুশি, গর্বিত। সবচেয়ে বড় কথা কৃতজ্ঞ হয়ে অবসর নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ফুটবলকে, তুমি সবসময় এই সুন্দর গল্পের অংশ হয়ে থাকবে। আরও পড়ুনআরও পড়ুনইসরাইলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা ২০০৮ সালে বার্সেলোনার হয়ে...